বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাস আটকে রেখেছে বিএম কলেজের শিক্ষার্থীরা

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, বরিশাল | 2024-10-24 13:08:56

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুটি বাস জব্দ করেছে সরকারি ব্রজমোহন কলেজের (বিএম কলেজ) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে।

বিএম কলেজের শিক্ষার্থীরা জানায়, ৩ সেপ্টেম্বর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে হামলা চালিয়ে তিনটি বাস ভাঙচুর করে। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসগুলো মেরামত করার প্রতিশ্রুতি দিলেও দেড় মাস পেরিয়ে গেলেও তা পূরণ হয়নি। ফলে শিক্ষার্থীরা বাস আটকে রাখার সিদ্ধান্ত নেয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে বৈঠক হয়েছে এবং সমাধানের চেষ্টা চলছে।

অন্যদিকে, বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, শিগগিরই বাসগুলো ছেড়ে দেওয়া হবে।

Related News