চবিতে এক মঞ্চে সব ছাত্রসংগঠন

, ক্যাম্পাস

চবি করেসপন্ডেট, বার্তা ২৪.কম, চট্টগ্রাম | 2024-10-31 15:39:42

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্ররাজনীতি সংকট ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় এক মঞ্চে দেখা গেছে সকল ছাত্রসংগঠনের প্রতিনিধিদের।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (SAD) উদ্যোগে দুপুর দুইটায় অনুষ্ঠিত হয় এই আয়োজন।

এ সময় বিশ্ববিদ্যালয়ে কার্যত ১৭টি ছাত্র সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ছাত্র সংগঠনের প্রতিনিধিরা হলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শাহরিয়ার ফারুক ভূঁইয়া, রাষ্ট্রচিন্তার আল- মাসনুন, বিপ্লবী ছাত্র মৈত্রীর জশদ জাকির, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ঈশা দে, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আজাদ হোসেন, স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির আবির বিন জাবেদ, পাহাড়ি ছাত্র পরিষদের মোনাল চাকমা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রিজাউর রহমান, নারী অঙ্গনের সমাইয়া শিকদার, গাউসিয়া কমিটির মুনতাসীর মাহমুদ, ক্লাব অ্যালায়েন্স অফ সিইউ এর সাজ্জাদ হোসেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ধ্রুব বড়ুয়া, ছাত্র অধিকার পরিষদের তামজিদ উদ্দীন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশের সাকিব মাহমুদ রুমী, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের তারেক মনোয়ার, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের আমিনুল ইসলাম রাকিব।

আলোচনা সভায় প্রত্যেক বক্তা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

Related News