কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ চবি শাখার সভাপতি রেদওয়ান, সম্পাদক হাছান

, ক্যাম্পাস

চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-14 18:10:13

ভোক্তা অধিকার সংগঠন 'কনশাস কনজ্যুমার্স সোসাইটি' (সিসিএস) এর যুব শাখা 'কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ' (সিওয়াইবি) এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আরবি বিভাগের শিক্ষার্থী রেদওয়ান আহমেদকে সভাপতি এবং মার্কেটিং বিভাগের মো. হাছান মাহমুদকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১৩ সদস্যের কমিটির অনুমোদন দেন সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি'এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি আকিজ মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল হোসাইন। সাংগঠনিক সম্পাদক মো. আলা উদ্দিন, দপ্তর সম্পাদক শাহরিয়ার ইমন হৃদয়। অর্থ সম্পাদক সুমন চৌধুরী। প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ সাদমান শাহরিয়ার। ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক সিমি রানী সাহা, আইন সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী। কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল নোমান, এসএম রাশিদুর রহমান এবং এসএম মনসুর তরফদার।

উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা "অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৪৭টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে কাজ করছে।

Related News