চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-26 20:43:56

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি, সনাতনীদের মুক্তির সনদ ৮ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সনাতনী শিক্ষার্থীরা৷

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ-মিছিল নিয়ে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় ১৫ মিনিট অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন সনাতনী শিক্ষার্থীরা।

এসময় সনাতনী শিক্ষার্থীদের ‘এক চিন্ময় কারাগারে, লক্ষ্য চিন্ময় ঘরে ঘরে; চিন্ময় প্রভুর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে; তুমি কে আমি কে, সনাতনী সনাতনী; কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

'চিন্ময় দাসকে ভিত্তিহীন মামলায় গ্রেফতার করা হয়েছে' মন্তব্য করে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ৫০তম ব্যাচের শিক্ষার্থী সুকান্ত বর্মন বলেন, আমরা যখন চিন্ময় দাসের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছি তখনই এদেশের প্রশাসন তার বিরুদ্ধে মামলা করেছে। এটি একটি ভিত্তিহীন মামলা বলে আমরা মনে করি। ভিত্তিহীন মামলায় গতকাল (সোমবার) চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)৷

এদিকে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রংপুরের পীরগাছায় মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে৷

Related News