ফিলিস্তিনি নিপীড়িত নাগরিকদের ওপর অবর্ণনীয় নির্যাতনসহ ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে সাধারণ ছাত্র সমাজ। একই সঙ্গে আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ ফিলিস্তিনের পতাকা নিয়ে র্যালির আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৯নভেম্বর) রাজধানীর টিএসসি রাজু ভাস্কর্যে আয়োজিত আন্তর্জাতিক প্যালেস্টাইন দিবস উপলক্ষে ‘মার্চ ফর প্যালেস্টাইন' অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র হাসিবুর বলেন, ইসরাইল নিরীহ ফিলিস্তিনিদের ওপর সৃষ্টিলগ্ন থেকে যে অত্যাচার চালাচ্ছে বর্তমানে এই অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেছে। এই ক্ষেত্রে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো ইসরাইলের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ তো নিচ্ছেই না। উপরোন্ত তারা কোনো সমবেদনাও দেখাচ্ছে না। এই অত্যাচার নিরসনে আমরা ফিলিস্তিনি নিপিড়ীত নাগরিকদের পক্ষে আমাদের সংহতি জানাচ্ছি। অতি দ্রুত যেনো ফিলিস্তিনি নিপিড়ীত নাগরিকদের ওপর অবর্ণনীয় নির্যাতন বন্ধ হয় এবং ইসরাইলি আগ্রাসন বন্ধ হয়।
ফাহিম বলেন, আমরা আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ র্যালির আয়োজন করেছি। ফিলিস্তিন যেভাবে জুলাই আন্দোলনকে ইনস্পায়ার (উৎসাহিত) করেছে আমরা সেই জুলাইয়ের শহীদদের স্মরণে রেখে ফিলিস্তিনি নিপীড়িত নাগরিকদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে র্যালির আয়োজন করেছি।
এসময় ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’; ‘গণহত্যা বন্ধ কর, করতে হবে, করতে হবে’; ‘শিশু হত্যা বন্ধ কর, করতে হবে, করতে হবে’; ‘নারী হত্যা বন্ধ করো, করতে হবে, করতে হবে’; ইহুদিদের কালো হাত ভেঙে দেও, গুড়িয়ে দেও’ ইত্যাদি স্লোগান দেয়া হয়।
এছাড়াও র্যালিতে বাংলাদেশে ফিলিস্তিনের সর্ববৃহৎ পতাকা প্রদর্শনও করা হয়।