প্রতিষ্ঠাবার্ষিকীতে গুঁড়িয়ে দেওয়া হলো নিষিদ্ধ সংঘটন ছাত্রলীগের পার্টি অফিস

, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2025-01-04 12:53:08

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পার্টি অফিস ভেঙে দিয়েছে শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা।

শুক্রবার (৪ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে আব্দুল জব্বার মোড়ে অবস্থিত ছাত্রলীগের অফিসটি ভাংচুরের পর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষার্থীরা প্রথমে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে অফিস ভবনটি ভাঙতে শুরু করেন।পরে একটি বুলডোজারের সাহায্য ভবনটি পুরোপুরি ধ্বংস করা হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এক শিক্ষার্থী বলেন, আজ নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকৃবি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের অস্তিত্ব মুছে ফেলা হয়েছে। কেউ যদি এই সংগঠনকে পুনর্বাসনের চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে ও কঠোর ব্যবস্থা নেবো।

Related News