শেকৃবির বিভিন্ন ভবনের নাম পরিবর্তন

, ক্যাম্পাস

শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-06 22:10:21

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) একাডেমিক ভবনসহ বিভিন্ন ভবনের নামের পরিবর্তন করেছে প্রশাসন।

সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জুলাই অভ্যুত্থান পরবর্তী শেখ কামাল ভবনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে এম মহবুবউজ্জামান অ্যাকাডেমিক ভবন। আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রশাসনিক ভবন। টিএসসি কমপ্লেক্সের নাম শেখ রাসেল টিএসসি কমপ্লেক্স পরিবর্তন করে রাখা হয়েছে শেকৃবি ছাত্র-শিক্ষক কেন্দ্র। ড. এম. এ. ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষণাগারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্র।

এছাড়া বিভিন্ন হলের নাম পরিবর্তন করা হয়েছে। শেখ লুৎফর রহমান হলের নাম বিজয় ২৪ হল, কৃষকরত্ন শেখ হাসিনা হলের নাম বেগম রোকেয়া হল, শেখ সাহেরা খাতুন হলের নাম অপরাজিতা ২৪ হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বেগম সৈয়দুন্নেসা হল রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৩য় গেটের নামকরণ করা হয়েছে শহীদ আবু সাঈদ গেইট।

নাম পরিবর্তন নিয়ে কৃষি অনুষদের শিক্ষার্থী রবিউল বলেন, ‘আগের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের নামকরণের আওয়ামী নীতি অনুসরণ করেছিলো। তারা সরকারের প্রিয় পাত্র হতে সকল ভবনের নাম মুজিব পরিবারের ব্যক্তিবর্গের নাম অনুযায়ী রেখেছিলো। এমনকি প্রশাসনিক ভবনের নাম আওয়ামী নেতা আ ফ ম বাহাউদ্দীন নাছিমের নাম অনুসারে রাখা হয়েছিলো। বর্তমান প্রশাসনকে ধন্যবাদ, তারা ভবনগুলোর নাম পরিবর্তন করে কৃষির সাথে জড়িত ও মহৎ ব্যক্তিদের নাম অনুসারে রেখেছে।

Related News