আদিবাসীদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতারের আল্টিমেটাম

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-24 17:03:51

আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে হবে অন্যথায় সারা দেশের আদিবাসীরা আন্দোলনে নামবে বলে জানান বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্ৰাম পরিষদের সভাপতি অলিক মৃ।

এনসিটিবির সামনে আদিবাসী ও অধিকার কর্মীদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আদিবাসী শব্দ সংবলিত গ্ৰাফিতি পুনর্বহালের দাবিতে বাংলাদেশ ইন্ডিজেনাস আর্টিস্ট ইউনিটির আয়োজনে এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে এ কথা বলেন তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ৩ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে আদিবাসীদের উপর হামলার বিভিন্ন চিত্র প্রদর্শনীর আয়োজন করে তারা।

বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্ৰাম পরিষদের সভাপতি অলিক মৃ বলেন, গত ১৫ তারিখে আদিবাসীদের উপর হামলা করা হলেও আজকে ২৪ তারিখ হয়ে গেছে। তবুও সরকারের কোন দৃশ্যমান কর্মসূচি দেখতে পাচ্ছি না। সরকার শুধু একটা বিবৃতি দিয়ে দায় এড়াতে পারেন না।

এখনো প্রাফিতি পুনর্বহাল করে নি । শুধু দুইজনকে নামমাত্র গ্ৰেফতার করা হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থাকে চিঠি দিয়ে বলা হচ্ছে আদিবাসী শব্দ ব্যবহার ব্যবহার করা যাবে না।

তিনি আরো বলেন , গতকাল দেখলাম মিছিলে যারা হামলা করেছে ,তারাই অন্য ব্যানার ব্যবহার করে আমাদের শাস্তি চাচ্ছে। হামলার মূলহোতাদের এখনো প্রেফতার করা হয় নাই । তারা অনলাইনে টকশো করে বেড়াচ্ছে। পুলিশ এখনো তাদের ধরতে পারে নাই।

আমরা দেখেছি স্ট্যাম্পের মাথায় জাতীয় পতাকা বেঁধে আমাদের উপর হামলা করেছে । তারা পতাকাকে অবমাননা করেছে।সেই অবমাননাকারীদের দ্রুত শাস্তি দিতে হবে।

সমাবেশে আরেকজন বক্তা বলেন সতেজ চাকমা বলেন, এই ভূখণ্ডে আদিবাসীদের উপর নিপীড়নের শুধু আজকের না। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে শুরু করে পাকিস্তান আমল এবং বাংলাদেশেরও নিপীড়ন করেছে।

৫ আগষ্ট ক্ষমতার পালাবদলের আদিবাসীরা সংহতি জানিয়েছিলাম। দীর্ঘদিনের নিপীড়ন থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। কিন্তু আমরা দেখি ১৫ জানুয়ারি এনসিটিবি ভবনের সামনে একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায়। প্রায় ২০ জনের মতো আহত হয় । প্রায় এক সপ্তাহ পার হয়ে গেছে। তারা ২ জন মাত্র গ্ৰেফতার করা হয়েছে। অনতিবিলম্বে তাদের গ্ৰেফতার করতে হবে । অন্যথায় আমাদের প্রতিবাদ চলতে থাকবে।

Related News