রমজান উপলক্ষে চিনি-ছোলা-তেল ক্রয়ের অনুমোদন, ব্যয় ২১৫ কোটি

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-10-30 16:44:48

রমজানের সময় তেল, চিনি ও ছোলার চাহিদা বেড়ে যায়। তাই পবিত্র এ মাসকে সামনে রেখে ৫ হাজার টন চিনি, ৬ হাজার টন ছোলা এবং ৩২ লাখ ৬০ হাজার লিটার সয়াবিন তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ২১৫ কোটি ৭৫ লাখ ৯ হাজার টাকা।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদেও সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের মধ্যে স্বল্পমূল্যে বিভিন্ন পণ্য তুলে দেবে সরকার। সে লক্ষ্যে চিনি, ছোলা ও সয়াবিন আমদানি করবে টিসিবি। শিগগিরই খেজুর আমদানির বিষয়ে সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, আমরা কোনোভাবেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন পেয়েছে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রতি কেজি ১২০ টাকা ৯২ পয়সায় ক্রয় করা হবে। এতে মোট ব্যয় হবে ৬০ কোটি ৪৬ লাখ টাকা।

আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন ছোলা ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে আজকের বৈঠকে। প্রতি কেজি ১০৭ টাকা ৩৯ পয়সা দরে মোট ১০১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকায় এই ছোলা কেনা হবে।

আর ৩২ লাখ ৬০ হাজার লিটার সয়াবিন তেল সরাসরি ক্রয়ের প্রস্তাব পেয়েছে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রতি লিটার সয়াবিন তেল ১৬৩ টাকা ২৫ পয়সায় ক্রয়ের প্রস্তাব পেয়েছে।

মোট আটটি প্রস্তাব আজকের বৈঠকে উত্থাপিত হয়। অত্যাবশ্যকীয় পণ্যের বাইরে সার ও এলএনজি কেনার প্রস্তাব অনুমোদিত হয়।

এর আগে গত ২১ অক্টোবর ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলেও তেল সরবরাহকারী কোনো প্রতিষ্ঠান দরপত্র ডকুমেন্ট ক্রয় করেনি। তাই জরুরি প্রয়োজন বিবেচনায় স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

Related News