‘আর্ন্তজাতিক বাণিজ্যের পরিবর্তিত চালচিত্র এবং ব্যাংকিং সেবা’ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-12 17:41:00

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) - ‘আর্ন্তজাতিক বাণিজ্যের পরিবর্তিত চালচিত্র এবং ব্যাংকিং সেবা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক আয়োজন করে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব নুরুন নাহার। স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন এবং কন্সালটেন্সী) জনাব মোঃ শিহাব উদ্দিন খান। সভাপতিত্ব করেন বিআইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান।

গোলটেবিল বৈঠকে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএম-এর অধ্যাপক (সিলেকশন গ্রেড) জনাব ড. শাহ মোঃ আহসান হাবীব। গবেষণা দলে অন্যান্যের মধ্যে রয়েছেন- বিআইবিএম-এর সহকারী অধ্যাপক জনাব তোফায়েল আহমেদ, মিসেস রাহাত বানু এবং প্রভাষক জনাব রাজীব কুমার দাশ। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক জনাব মোকাদ্দেম আহমেদ এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব এটিএম নেসারুল হক।

অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিআইবিএম-এর সুপারনিউমারারি প্রফেসর এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আলী হোসেন প্রধানিয়া; পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মাদ আলী এবং ব্যাংক এশিয়া পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জিয়াউল হাসান মোল্লা।

গোলটেবিল বৈঠকে সিনিয়র ব্যাংকার, শিক্ষাবিদ, গবেষক, মিডিয়া কর্মী, বিআইবিএম-এর অনুষদ সদস্যরা অংশগ্রহণ করেন।

Related News