সোমবার বন্ধ থাকবে ঢাকা কলেজ

, শিক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2024-11-25 04:59:39

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ‘সুপার মানডে (মারমারি) ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। এমন অবস্থায় সোমবার (২৫ নভেম্বর) ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।

রোববার (২৪ নভেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

ঢাকা কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজ সোমবার ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী কোথাও কোনো ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করলে অথবা আইনশৃঙ্খলা বিরোধী কোনো কাজ করলে তার দায় কলেজ প্রশাসন নেবে না। সুতরাং, সকল শিক্ষার্থীকে বাইরের যেকোনো কর্মসূচিতে অংশগ্রহণ ও আইনশৃঙ্খলা বিরোধী কাজ না করার জন্য বিনীত অনুরোধ করা হলো। অন্যথায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রোববার দুপুর ২ টার দিকে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও তার আশপাশের এলাকার ৩০ এর অধিক কলেজ সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাংচুর করে। এতে অন্তত ৪০ জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সুপার মানডে বা মারামারির ঘোষণা দিয়েছে ঢাকা কলেজসহ অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এমন অবস্থায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্লাস বন্ধের ঘোষণা দেয় ঢাকা কলেজ প্রশাসন।

Related News