‘প্রধান উপদেষ্টার দেওয়া সম্ভাব্য তারিখ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি’

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-15 21:03:13

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার দেওয়া সম্ভাব্য তারিখ অনুযায়ী আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের হাতে নেই।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভোটার তালিকা নিয়ে নানা অভিযোগ রয়েছে। তাই এ বছর হালনাগাদ ও যাচাই সংক্রান্ত কাজ শুরু করা হবে আগামী ২০ তারিখের মধ্যে। সেখানে মৃত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন তালিকা করা হবে। যাতে ভুয়া ভোটার বলে আর কিছু না থাকে।’

জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলি নেওয়াজ। এ ছাড়াও খুলনা অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related News