বিজ্ঞাপনচিত্র একটি শক্তিশালী ভিজ্যুয়াল মাধ্যম যা একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে তেমনি একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন তারেক মাহমুদ সুমন। ডোমেক্স এবং ভূমিজো-এর যৌথ উদ্যোগে ‘পাবলিকের টয়লেট হোক বন্ধ’ শিরোনামের এই ক্যাম্পেইনটি বাংলাদেশের শহুরে এলাকায় রাস্তার পাশে প্রস্রাব করার সমস্যার প্রতি আলোকপাত করে।
তারেক মাহমুদ সুমন বলেন, ‘লোকেশন রেকি থেকে শুরু করে শুটিং পর্যন্ত প্রতিটি জায়গায় এ সমস্যা স্পষ্ট, পাবলিক টয়লেট ব্যবহার না করে রাস্তার পাশে প্রস্রাব করার অভ্যাস আমাদের শহরগুলোর সৌন্দর্য এবং স্বাস্থ্য দুটোই নষ্ট করছে। এই আচরণের কুপ্রভাব তুলে ধরতে এবং পরিচ্ছন্ন-ব্যবহারযোগ্য পাবলিক টয়লেট ব্যবহারের উপর জোর দিতে বিজ্ঞাপনটি করেছি।’
এই প্রজেক্টটিকে নিজের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বলে মনে করেন পরিচালক। তিনি বলেন, ‘এই প্রজেক্টটি শুধু একটি ক্যাম্পেইন নয়, এটি একজন নির্মাতা হিসেবে আমার জন্য চোখ খুলে দেওয়া একটি কাজ। গল্পের মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য এটি একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’