নানা টানাপোড়েনে অতিষ্ঠ ছিল আমার জীবন: শাবনূর

ঢালিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-18 20:12:13

ঢালিউড কুইন শাবনূরের এবারের জন্মদিনটি খুব একটা ভালো কাটলো না! জন্মদিনে তাকে ভক্ত থেকে শুরু করে তারকারাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু শাবনূরের কেন যেন অতীতের স্মৃতি খুব মনে পড়ে গেছে। গণমাধ্যমে সেই তিক্ত অভিজ্ঞতার কথাই জানিয়েছেন এই শক্তিমান অভিনেত্রী।

একইদিনে তিনি হারিয়েছেন তার ক্যরিয়ারের একাধিক সফল সিনেমার নির্মাতাকে। গতকালই ছিলো শাবনূরের জন্মদিন। আর সেদিনই পরলোক গমন করেন বাংলাদেশ চলচিত্র জগতের স্বনামধন্য পরিচালক আজাদী হাসনাত ফিরোজ।

ঢালিউড কুইন শাবনূর

এ প্রসঙ্গে শাবনূর ফেসবুকে লিখেছেন, ‘আজ আমাদের সবাইকে কাদিঁয়ে পরলোকগত হয়েছেন বাংলাদেশ চলচিত্র জগতের স্বনামধন্য পরিচালক আজাদী হাসনাত ফিরোজ। আর আজ আমার জন্মদিন। জীবনের এই বিশেষ আনন্দময় দিনের শুরুতে একজন প্রিয় মানুষের মৃত্যুর খবর আমাকে সারাদিনময় বেদনাচ্ছন্ন করে রেখেছে। আমার অভিনীত ‘কাজের মেয়ে’, ‘বউ শাশুড়ির যুদ্ধ’, ও ‘ফুলের মতো বউ’সহ আরো অনেক সফল সিনেমার পরিচালক ছিলেন তিনি। তার এই অসময়ে চলে যাওয়ার সংবাদে আমি স্মৃতিবিজড়িত হয়ে পড়েছি। তার অকাল প্রয়াণে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। দোয়া করি মহান রবের দরবারে যেন তিনি তার আত্মাকে বেহেস্ত নসিব করেন।’

সদ্য প্রয়াত পরিচালক আজাদী হাসনাত ফিরোজের সঙ্গে শাবনূর ও তার ছেলে

শাবনূর আরও লিখেছেন, ‘আজকে যারা আমাকে স্মরণ করে, আমাকে ভালবেসে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। চলচিত্র এবং মাতৃভূমি থেকে এতবছর দূরে থাকার পরও আমার ভক্তকূল আমাকে আজও ভালোবাসে নিজেদের মনের ভিতর সযত্নে রেখে দিয়েছেন, আপনাদের এই ভালোবাসার ঋণ কোন কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব নয়। পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা করি আমি যেন আপনাদের এই ভালোবাসা, শ্রদ্ধা আর সম্মান আমৃত্যু ধরে রাখতে পারি। সবাই ভাল থাকুন।’

এবারের জন্মদিনে ছেলে আইজানকে নিয়ে কেক কাটেন ঢালিউড কুইন শাবনূর

এদিকে, সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন জনপ্রিয় শাবনূর। তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। বর্তমানে নিয়মিত পর্দায় না থাকলেও এতটুকু জনপ্রিয়তা কমেনি তার। অভিনয় দক্ষতায় ইতিহাস গড়া শাবনূরকে এখনও ‘আইডল’ মানেন বর্তমান সময়ের অনেক নায়িকা।

জন্মদিনে গণমাধ্যমকে শাবনূর বলেন, ‘আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই। বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যে কোনো নারীর জন্য ভয়ংকর অভিজ্ঞতা, যে কারণেই বাধ্য হয়ে স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে। একমাত্র পুত্র আইজানের জন্যই ভবিষ্যতে আর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’

ঢালিউড কুইন শাবনূর

শাবনূর আরও বলেন, ক্যারিয়ারে লম্বা এই সময়ে যত ঝড়ঝাপটা আমার ওপর এসেছে পৃথিবীর অন্য কোনো শিল্পীকে বোধহয় এতটা করতে হয়নি। প্রথম সিনেমা ‘চাঁদনী রাতে’র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, এরপর সালমান শাহ, রিয়াজ, ফেরদৌস, এক বিদেশি নাগরিককে আমার সঙ্গে জড়িয়ে মিথ্যে সম্পর্কের গুঞ্জন, সালমানের হত্যা বা আত্মহত্যার জন্য অভিযুক্ত হওয়া, একাধিকবার এফডিসির বিভিন্ন সমিতি কর্তৃক ব্যান হওয়া, কী ফেস করতে হয়নি আমাকে! একইসঙ্গে পারিবারিক নানা টানাপোড়েনে অতিষ্ঠ ছিল আমার জীবন।’

ঢালিউড কুইন শাবনূর

কাজে ফেরা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, গেল বছর ‘রঙ্গনা’ নামে একটি সিনেমায় অভিনয়ের কাজ শুরু করেছিলাম। কিন্তু নানা কারণে চলচ্চিত্রটির কাজ এখনও শেষ হয়নি। শিগগিরই কাজে ফেরার ইচ্ছা আছে।

Related News