ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান সিনেমা বাছাইয়ে আগের চেয়ে অনেক সচেতন হয়েছেন। ছবির গল্প, বাজেট, নির্মাতা, সহশিল্পী, লোকেশন সবটাই যাচাই করে কাজে হাত দেন অভিনেতা। প্রিয়তমা, রাজকুমার, তুফান, দরদের পর এবার নতুন সিনেমা নিয়ে হাজির হতে চলেছেন শাকিব খান। ঈদুল ফিতরে আসছে তার ছবি ‘বরবাদ’।
গতকাল (১৮ ডিসেম্বর) ‘বরবাদ’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে রিমার্ক হারল্যানের পন্য লিলির সাথে স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির মোশন পোস্টার উন্মোচন করা হয়। এ সময় শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন সিয়াম আহমেদ, পূজা চেরী, দীঘি, শবনম ফারিয়া, মিম মানতাশা এবং লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম।
পোস্টারে দেখা যায়, নিউ লুকে বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন শাকিব। তার হাতে পিস্তল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত। তার আগে দেখা যায় শহরজুড়ে ধ্বংসজজ্ঞের আভাস। সবকিছু লন্ডভন্ড করে বেরিয়ে আসে আগুনে কুণ্ডলী।
সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া নিয়ে শাকিব খান বলেন, ‘‘এই সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়কে আমি নির্বাচন করিনি, সে আমাকে নির্বাচন করেছে। প্রিয়তমার মতো এখানেও একই ঘটনা ঘটেছে। একটি ছেলে নাটক বানিয়েছে বেশকিছু, এখন সিনেমা বানাতে চায় তাও আমাকে নিয়ে। কয়েকদিন বলার পর একদিন আকে আসতে বলি। আমার কোথাও একটা যাওয়ার তাড়া ছিলো, বলি ১৫ মিনিটের মধ্যে গল্প শোনাতে হবে। সে গল্প শোনাতে শুরু করে, আমি এতোটাই ঢুকে যাই গল্পের মধ্যে, যে পূর্ব নির্ধারিত কাজটি পিছিয়ে দিয়ে গল্প শুনতেই থাকি। এরপর সে আমাকে বলে, ভাই আপনি এ যাবত যতো ছবি করেছেন তার চেয়ে বড় বাজেটে ‘বরবাদ’ বানাতে না পারলে ছবিই বানাবো না। এভাবেই ছবিটি হয়েছে।’’
‘বরবাদ’ নিয়ে নিজের প্রত্যাশার কথা বলে শাকিব আরও বলেন, ‘‘বরবাদ’ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস রচনা করবে আমি মনে করি। এই ছবিটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, একটি গ্র্যান্ড সেটিংয়ে তৈরি করা হয়েছে, যাতে প্রত্যেক কলাকুশলী মুন্সিয়ানার ছাপ রেখেছেন। আমি প্রত্যাশা করছি বরবাদ শুধু দেশে নয়, দেশের বাইরে বাংলা ভাষায় কথা বলা সবার মন জয় করবে। আমার প্রত্যাশা আয়ের দিক থেকে এটি শতকোটির ক্লাবে প্রবেশ করবে।’
সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এর শুটিং শুরু হয়েছিল গত ২০ অক্টোবর। মুম্বাইতে এ ছবির বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে। শাকিব খান ছাড়াও এতে অভিনয় করছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ আরও অনেকে। ছবির একটি আইটেম গানে পারফর্ম করছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান। ২০২৫ সালের রোজার ঈদে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।