জয়া থেকে রুনা, মেহজাবীন মুগ্ধ করলেন বিখ্যাত তারকাদের

ঢালিউড, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-12-25 13:30:57

ছোটপর্দার ‘কুইন’ মেহজাবীন চৌধুরীর বড়পর্দায় অভিষেক হয়েছে গেলো শুক্রবার। মুক্তির প্রথম দিন থেকেই তার সিনেমা ‘প্রিয় মালতী’র সুনাম চারিদিকে। বরাবরের মতো মেহজাবীনের অভিনয়ের প্রশংসা করেছেন দর্শক। তবে গতকাল এই ছবির স্পেশ্যাল স্ক্রিনিং-এ মেহজাবীন মুগ্ধ করলেন দেশের বিখ্যাত তারকারা।

জয়া আহসান থেকে শুরু করে রুনা খান, আফসানা মিমি, নুসরাত ইমরোজ তিশা, মাসুমা রহমান নাবিলা, তমা মির্জা, সুমাইয়া শিমু, বিজরী বরকতউল্লাহ, দীপা খন্দকার, শাহনাজ খুশি, হৃদি শেখ, ইন্তেখাব দিনার, সোহেল মন্ডল, মনোজ প্রামাণিক, নির্মাতা রায়হান রাফি, আহমেদ শাওকী, চয়নিকা চৌধুরী, বৃন্দাবন দাস- প্রত্যেকে ছবি দেখে মেহজাবীনের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন।

ক্যামেরার সামনেও মেহজাবীনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে কুণ্ঠা করেননি জয়া আহসান ও রুনা খান

এদিক অভিনেত্রী, নির্মাতা আফসানা মিমিকে কাছে পেতেই গুরু বলে সম্মোধন করলেন মেহজাবীন। যখন অভিনয় শুরুই করেননি মেহজাবীন; মাত্র প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে নিতে ব্যস্ত; তখন শিক্ষক হিসেবে পেয়েছিলেন দেশ বরেণ্য অভিনেত্রী আফসানা মিমিকে। অভিনয়, সংলাপের খুঁটিনাটি বিষয়গুলোর সঙ্গে মেহজাবীনের পরিচয় তার কাছ থেকেই। শেখার শুরুটাও আফসানা মিমির কাছেই। সেই শিক্ষক এসেছিলেন মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ’প্রিয় মালতী’ দেখতে। বড় পর্দায় মেহজাবীন কেমন করেছে জানতে চাইলে গুরু আফসানা মিমি জানান, তার শিষ্য ভালোই শুধু করেনি, খুব ভালো করেছে।

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান তো রীতিমতো ভালোবাসার আলিঙ্গনে সিক্ত করেছেন মেহজাবীনকে। সিনেমা দেখা শেষে জয়া বলেন, ’অনেককেই বলতে শুনলাম, মেহজাবীন সিনেমায় আরও আগে কেন আসেনি। আমার মনে হয়, এত পরিপক্ক একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি।’

বিশেষ প্রদর্শনীতে অভিনেতা সম্রাট, অভিনেত্রী মেহজাবীন, নির্মাতা শঙ্খ দাশগুপ্ত ও প্রযোজক আদনান আল রাজীব

অভিনেত্রী, প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলেন, ’মেহজাবীনকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে এর নির্মাতা ও পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর একটা সিনেমা উপহার দেবার জন্য।’

ভালোবাসায় সিক্ত মেহজাবীন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বলেন, ’যেটা আশা করেছিলাম, সেরকম সাড়া পাচ্ছি। সিনেমাটি সবার ভালো লাগছে এটাই আমাদের প্রত্যাশা ছিল এবং প্রতিক্রিয়াগুলো আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদের চেষ্টা সার্থক মনে হচ্ছে।

সবার ভালোবাসায় সিক্ত হন মেহজাবীন

২০ ডিসেম্বর মুক্তি পায় মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ’প্রিয় মালতী’। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় ’প্রিয় মালতী’ সিনেমার মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক। সিনেমাটি পেয়েছে ইউ গ্রেডের সেন্সর সার্টিফিকেট, অর্থাৎ সব বয়সী দর্শকরা এটি দেখতে পারবেন।

সিনেমায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে। ’প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন–মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে।

ছবিতে মেহজাবীনের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন শাহজাহান সম্রাট

এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া ’প্রিয় মালতী’ পেয়েছে ব্যাপক প্রশংসা। একদম দেশিয় প্রেক্ষাপটে বানানো সিনেমাটি সহজেই বুঝতে পেরেছেন বিদেশি দর্শক।

Related News