বিয়ের আগে পরস্পরকে যে কথা দিয়েছেন তাহসান-রোজা

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-05 17:49:47

নতুন বছরে বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। আজ রোজা তার ফেসবুকে বিয়ের দারুণ সব ছবির অ্যালবাম প্রকাশ করেছেন। লিখেছেন তার মনের অব্যক্ত কথা।
বিয়ের ছবিতে তাহসান ও তার স্ত্রী রোজা আহমেদ
সেই হিসেবে গতকাল সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রোজা আহমেদের সঙ্গে একটি ছবি পোস্ট দিয়েছেন তাহসান। ছবিতে তাহসান খান একটি পাঞ্জাবি পরে আছেন। তার সঙ্গে মিলিয়ে একই রঙের শাড়ি পরেছেন রোজা। রোজার হাতে মেহেদি লাগানো।
বিয়ের ছবিতে তাহসান ও তার স্ত্রী রোজা আহমেদ
এর পর সেই মুহূর্তের আরও কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন রোজা আহমেদ। সেখানে তিনি ক্যাপশনে লিখেন, ‘আমি এমন একজন লোককে পেয়েছি যিনি করুণাময়। জীবনের জন্য তিনি আমার কাছে চেয়েছিলেন বিশ্বাস, শ্রদ্ধা এবং বন্ধুত্ব। জীবনের জন্য একটি বাড়ি এবং তার চাওয়া সবগুলোর প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
বিয়ের ছবিতে তাহসান ও তার স্ত্রী রোজা আহমেদ
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে: তাহসানধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে: তাহসান
এর আগে তাহসান তার পোস্টের ক্যাপশনে লিখেছিলেন,
বিয়ের ছবিতে তাহসান ও তার স্ত্রী রোজা আহমেদ
কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে
আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?
তার নিচে রেড লাভ চিহ্ন এবং হ্যাশ দিয়ে লেখা হোম ফর লাইফ।
বিয়ের ছবিতে তাহসান ও তার স্ত্রী রোজা আহমেদ
এরপর নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। এমনও লিখেছেন কেউ কেউ, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল!’

বিয়ের ছবিতে তাহসান ও তার স্ত্রী রোজা আহমেদ
তাহসান খানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা'স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

Related News