এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জরুরি অবতরণ: তল্লাশি অব্যাহত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-14 15:09:26

নিরাপত্তাজনিত কারণে নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট জরুরিভিত্তিতে ফের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়েছে।

এসময় ফ্লাইটে ২শ ৩৯ জন যাত্রী অবস্থান করছিলেন। তাদের জরুরিভিত্তিতে নামিয়ে আনা হয়।

ফ্লাইটটি বর্তমানে বিমানবন্দরের একপাশে নিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে। ইতোমধ্যে সেখানে বোমা নিষ্ক্রিয় দল উপস্থিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) ভারতের টেলিভিশন চ্যানেল নয়াদিল্লি টেলিভিশন-এনডিটিভি এ খবর জানায়।

খবরে বলা হয়, সোমবার সকালে মুম্বাইয়ের বিমান বন্দর থেকে ২শ ৩৯ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওয়ানা হয়।পরে বোমা হামলার খবর পেয়ে ফ্লাইটটিকে জরুরিভিত্তিতে দিল্লিতে ফিরে আনা হয় এবং সব যাত্রীকে নামিয়ে তল্লাশি শুরু করা হয়েছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় দল উপস্থিত হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কিছু জানা সম্ভব হয়নি।

Related News