জাতিসংঘ অভিযোগ করেছে, দক্ষিণ লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর দফতরের আঙিনায় ট্যাংক নিয়ে ঢুকে পড়ে ইসরায়েলি সেনাসদস্যরা।
এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে মন্তব্য করেছে জাতিসংঘ।
এ ঘটনার পর পেন্টগনের প্রধান অস্টিন ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জাতিসংঘে নিয়োজিত শান্তিরক্ষী হিসেবে কর্মরতদের অবশ্যই রক্ষা করতে হবে।
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণ লেবানন থেকে জাতিসংঘের নিয়োজিত শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের সরিয়ে নিতে জাতিসংঘের প্রধানের প্রতি আহ্বান জানান। এরপরেই ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবাননের শান্তিরক্ষা মিশনের দফতরে ট্যাংক নিয়ে ঢুকে পড়ে।
সোমবার (১৪ অক্টোবর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।
খবরে বলা হয়, রোববার ইসরায়েলের সেনাবাহিনী ট্যাংক নিয়ে দক্ষিণ লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত শান্তিরক্ষী বাহিনীর দফতরে ঢুকে পড়ে।
জাতিসংঘ এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে।
অন্যদিকে, এ ঘটনার পর পেন্টাগনের প্রধান অস্টিন ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বিভিন্ন দেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের অবশ্যই নিরাপদ রাখতে হবে।
ইউনাইটেড ন্যাশনস ইনটেরিম ফোর্স (ইউএনআইএফআইএল) জানায়, রোববার সকালে ইসরায়েলের দুটো মারকাভা ট্যাংক জোর করে শান্তিরক্ষা মিশনের গেট ভেঙে এর আঙনায় ঢুকে পড়ে।
এরপর ট্যাংক দুটো চলে যাওয়ার পর মিশন থেকে ১শ মিটার দূরে শেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে করে সেখান থেকে সৃষ্ট ধোঁয়ায় মিশনে কর্মরতরা অসুস্থ হয়ে পড়েন।
এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জাতিসংঘের প্রধান অ্যান্টেনিও গুতারেসের উদ্দেশে বলেন, এখন সময় এসেছে, ইউনাইটেড ন্যাশনস ইনটেরিম ফোর্সকে (ইউএনআইএফআইএল) প্রত্যাহার করার।
কারণ হিসেবে তিনি বলেন, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি এবং যুদ্ধের ক্ষেত্র থেকে শান্তিরক্ষা মিশনে কর্মরতদের প্রত্যাহার করতে হবে।