রাশিয়ার হয়ে উ. কোরিয়ার সৈন্য পাঠানো জাতিসংঘের নিয়ম লঙ্ঘন

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-21 13:33:41

রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার সৈন্যদের ইউক্রেনে যুদ্ধে লিপ্ত হওয়াকে জাতিসংঘের সনদের পরিপন্থী বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিও হা-কুন।

উত্তর কোরিয়ার সৈন্যদের ইউক্রেনে পাঠানো থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কেবিএস ওয়ার্ল্ড প্রতিরক্ষামন্ত্রীর নিয়মিত প্রেস ব্রিফিংয়ের বরাত দিয়ে এ খবর জানায়।

খবরে বলা হয়, সোমবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিও হা-কুন নিয়মিত এক প্রেসব্রিফিংয়ে বলেন, রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার সৈন্যদের ইউক্রেনে যুদ্ধ লিপ্ত হওয়া জাতিসংঘের সনদের পরিপন্থী। এর মাধ্যমে জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে উত্তর কোরিয়া।

এ সময় তিনি ইউক্রেনে সৈন্য পাঠানো থেকে বিরত উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানান।

তবে তিনি এ সময় বলেনি যে, পিয়ংইয়ং ও রাশিয়ার সহযোগিতামূলক কোনো কর্মকাণ্ড দক্ষিণ কোরিয়ার ‘রেড লাইন’ অতিক্রম করেছে কিনা!

দক্ষিণ কোরিয়া জীবনহানি নয় এমন কোনো অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রী জিও হা-কুন বলেন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার সহযোগিতা কী অবস্থায় দাঁড়ায়, তার ওপর নির্ভর করছে দক্ষিণ কোরিয়া কী ভূমিকা পালন করবে।

এর আগে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সে দেশের রাজনৈতিকদের উদ্দেশে বলেন, সপ্তাহখানেক আগে ইউক্রেনের হামলায় ডোনেটস্কে ৬ জন উত্তর কোরিয়ার সৈন্য নিহত হয়েছেন।

সে কারণে জোরালোভাবে ধারণা করা হচ্ছে, রাশিয়ার সেনাদের পাশাপাশি উত্তর কোরিয়ার সেনারাও ইউক্রেনে যুদ্ধে অংশ নিচ্ছেন। শুধু তাই-ই নয়, সে দেশের উচ্চপদস্থ সেনাকর্মকর্তারাও যুদ্ধে অংশ নিচ্ছেন।

তবে দক্ষিণ কোরিয়ার এ অভিযোগ অস্বীকার করে উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা শুধুমাত্র অস্ত্র দিয়ে রাশিয়াকে সহযোগিতা করেছে।

Related News