ইরাক থেকে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-01 18:23:21

ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। ইসরায়েলি দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে ইসরায়েলি গোয়েন্দাদের বরাত দিয়ে জানানো হয়, ইসরায়েলে পাল্টা হামলার জবাব দিতে তেহরান ইরাকের ভূখণ্ড ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে।

এ হামলা আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই হতে পারে বলেও জানিয়েছে অ্যাক্সিওস।

অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিপুল সংখ্যক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাক থেকে হামলা চালানো হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের প্রস্তুত করা হচ্ছে। মূলত ইরান তাদের লক্ষ্যবস্তুতে আরেকটি ইসরায়েলি হামলা এড়াতে এমন পদক্ষেপ নিচ্ছে।

মধ্যপ্রাচ্যের তেল আবিব-তেহরানের এ যুদ্ধ এখন টিট-ফর-ট্যাট (হামলা করলে পাল্টা হামলা) সামরিক হামলায় রূপ নিয়েছে।

এদিকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়েহকে হত্যার প্রতিশোধ নিতে ইরানকে সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এর আগে গত (১ অক্টোবর) ইরান হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ, হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি জেনারেল আব্বাস নীলফরউশানকে হত্যার জবাবে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা ঘাঁটির দিকে ২০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

সেই হামলার জবাবে গত শনিবার (২৬ অক্টোবর) সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ইরানে হামলা চালানোর দাবি জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান এবং তার মিত্রদের দ্বারা ক্রমাগত আক্রমণের প্রেক্ষিতে এ হামলা চালাচ্ছে। 

Related News