দক্ষিণ কোরিয়ায় মাছ ধরার নৌকা ডুবে দুইজন নিহত, নিখোঁজ ১২

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-08 12:20:38

দক্ষিণ কোরিয়ার উপকূলে একটি মাছ ধরার নৌকাডুবিতে দুইজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১২ জন।

শুক্রবার (৮ নভেম্বর) দেশটির কোস্টগার্ড কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় আল জাজিরা।

কোরিয়া কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে ম্যাকেরেল মাছ ধরার জন্য সিওগউইপো বন্দর ছেড়ে যাওয়ার পরে ১২০ টন ওজনের নৌকাটি জিউমসিয়ং রিসোর্ট দ্বীপ জেজু থেকে প্রায় ২৪ কিলোমিটার (১৫ মাইল) দূরে ডুবে যায়।

ওই ফিশিং বোটে থাকা ক্রুরদের মধ্যে ১৬ জন কোরীয় ও ১১ জন বিভিন্ন দেশের নাগরিক ছিলো। নিখোঁজ হওয়াদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান কর্মকর্তারা।

কোস্টগার্ডের কর্মকর্তারা বলেন, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কাছাকাছি একটি মাছ ধরার নৌকা থেকে একটি দুর্যোগ সংকেত পেয়েছিলেন। ক্রুররা জানান, তাদের বোটটি ডুবতে শুরু করেছে। পরে কর্মকর্তারা ক্রুদের উদ্ধার করতে ঘটনাস্থলে গিয়েছিল।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল'র কার্যালয় জানায়, উদ্ধারকাজে সহায়তার জন্য উদ্ধারকর্মীদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষী, পুলিশ, ফায়ার সার্ভিস এবং সামরিক বাহিনীর অন্তত ১১টি জাহাজ এবং ৯টি বিমান এবং ১৩টি বেসামরিক জাহাজ তাদের সন্ধানে মোতায়েন করা হয়েছে।

Related News