সপ্তাহব্যাপী অভিযান চালিয়ে মোট ২১ হাজার বিদেশি নাগরিককে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী।
অবৈধভাবে সৌদিতে বসবাস, শ্রমআইন লঙ্ঘন এবং অবৈধ অভিবাসীদের স্থান দেওয়ার অভিযোগে এদের আটক করা হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৭ নভেম্বর) মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম দ্য গাল্ফ নিউজ এ খবর জানায়।
খবরে বলা হয়, ৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে পরিচালিত সাপ্তাহব্যাপী অভিযান চালিয়ে সরকারি নিরাপত্তা সংস্থার সদস্যরা মোট ২১ হাজার ২শ ৬৭ জনকে আটক করেছে।
এর বিরুদ্ধে অভিযোগ, এরা সবাই অবৈধভাবে সৌদিতে বসবাস ও শ্রম আইন লঙ্ঘন করেছেন। এছাড়া ১ হাজার ৪শ ১ জনকে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটক ২১ হাজারের মধ্যে ১১ হাজার ৬শ ৭ জনকে অভিবাসন নীতি লঙ্ঘন করে সৌদিতে বসবাস, ৫ হাজার ২শ ৮৫ জনকে নিরাপত্তা রেগুলেশন লঙ্ঘন এবং ৩ হাজার ২শ ৩২ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।
এছাড়া ১ হাজার ৪শ ১জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের অভিযোগে আটক করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়। এর মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৬০ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।
৯৮ জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের অভিযোগে এবং ৬ জনকে অবৈধ অভিবাসীদের থাকার জায়গা দেওয়া, যানবাহন দিয়ে সহযোগিতা করা এবং চাকরি দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আটক ২১ হাজার ২শ ৬৭ জনের মধ্যে ১৮ হাজার ৫শ ৮ জন পুরুষ এবং ২ হাজার ৫৯ জন নারী রয়েছেন।
আটক ২১ হাজার ২শ ৬৭ জনের মধ্যে ১৩ হাজার ৩শ ৫৪ জনকে দূতাবাসের মাধ্যমে দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৩ হাজার ৯৬ জনকে চূড়ান্ত টিকিট সংগ্রহ এবং ১০ হাজার ৪শ ৫৮ জনকে নিজদেশে ফেরত পাঠানো হয়েছে।
সেইসঙ্গে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সতর্ক করা হয়েছে যে, অবৈধভাবে প্রবেশ করলে ১৫ বছরের সাজাসহ ১ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে।