ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিয়েছে, দাবি সিউলের

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-11-20 13:39:37

রাশিয়ার বিমানপ্রতিরক্ষা ইউনিট ও নৌবাহিনীর অংশ হিসেবে কুরস্কে অঞ্চলে প্রায় ১০ হাজার ৯০০ উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা হয়েছে। যারা ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার একজন আইনপ্রণেতা।

দেশটির গুপ্তচর সংস্থার বরাত দিয়ে বুধবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের (এনআইএস) বরাত দিয়ে সংসদের গোয়েন্দা কমিটির সদস্য পার্ক সান-ওন সাংবাদিকদের বলেছেন, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য অতিরিক্ত অস্ত্রও পাঠিয়েছে উত্তর কোরিয়া, যেগুলোর মধ্যে স্ব-চালিত হাউইটজার ও একাধিক রকেট লঞ্চার রয়েছে।

এনআইএসের বরাতে ওই কর্মকর্তা বলেন, চলতি মাসে মস্কো সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই। প্রটোকলের দিক থেকে বৈঠকটি অস্বাভাবিক এবং খুব সম্ভবত কিম জং উনের সম্ভাব্য রুশ সফরসহ আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঢাকা দেওয়ার জন্য একটি শুভেচ্ছা বিনিময়ের চেয়ে বেশি কিছু।

তিনি আরও বলেন, গুপ্তচর সংস্থাটি এখনও উত্তর কোরিয়ার নিহত সেনার সঠিক সংখ্যা এবং বিরোধপূর্ণ তথ্যের মধ্যে কেউ আত্মসমর্পণ করেছেন কিনা তা নির্ধারণের চেষ্টা করছে।

Related News