চীন থেকে আসা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করতে চান নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রেক্ষিতে বাণিজ্য যুদ্ধ নিয়ে হুশিয়ারি দিয়েছে চীনও
মঙ্গলবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।
প্রতিবেদনে বলা হয়, অবৈধ মাদক ব্যবসা ও অভিবাসনের প্রতিক্রিয়ায় চীনসহ অন্যান্য দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এর প্রেক্ষিতে চীন থেকে এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘বাণিজ্য যুদ্ধে কেউ জিতবে না।’
এছাড়া, যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ জানিয়েছে, চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক উভয় দেশের জন্যই উপকারী। তবে যুক্তরাষ্ট্রের নতুন এই শুল্ক আরোপ নিয়ে বিশেষ কিছু বলেননি তিনি।