ইসরায়েল-হিযবুল্লাহর রাতভর হামলা-পাল্টা হামলা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-26 11:23:19

ইসরায়েল-হিযবুল্লাহর মধ্যে রাতভর হামলা পাল্টা হামলা হয়েছে। ইসায়েল দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর ঘাটিতে আঘাত হেনেছে। এরপর পাল্টা হামলায় ২৫০টি রকেট হামলা করেছে হিজবুল্লাহ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ বৈরুতে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তেল আবিবের উদ্দেশ্যে ২৫০টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে কিছু রকেট ধ্বংস করতে পারলেও অধিকাংশই তেল আবিবে আঘাত হেনেছে। ফলে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হিজবুল্লাহ তারদের বিবৃতিতে বলেছে, দক্ষিণ ইসরায়েলে অবস্থিত আশদোদ নৌ ঘাটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এদিকে, এই হামলার জন্য ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, লাখ লাখ ইসরায়েলী হিজবুল্লাহর রকেট হামলার শিকার হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী থেকে বলা হয়েছে, ইসরায়েলে সর্বোচ্চ রকেট হামলার মধ্যে এটি একটি। এর আগে ২৪ সেপ্টেম্বর লেবানন থেকে ৩৫০টি রকেট হামলা হয়েছিল ইসরায়েলের উদ্দেশ্যে।

Related News