বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য বিশ্বব্যাংকের ১শ’ বিলিয়ন ডলার ঘোষণা

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-06 14:35:42

বিশ্বের কিছু দরিদ্র দেশগুলোর জন্য ১শ’ বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে বিশ্বব্যাংক। একইসঙ্গে সংস্থাটি ঋণ এবং অনুদান প্রদানের জন্য প্রায় ২৪ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপি’কে একথা জানিয়েছেন বলে শুক্রবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিকস টাইমস।

মুখপাত্র এএফপি’কে বলেছেন, গত তিন বছরে দাতা দেশগুলোর প্রতিশ্রুত প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে সামান্য বৃদ্ধি করে দাতা দেশগুলো ব্যাংকের রেয়াতপ্রাপ্ত ঋণ পূরণ পরিশোধের জন্য ২৩ দশমিক ৭ বিলিয়ন ডলার করা হয়। যা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) নামে পরিচিত। ২০২১ সালে ছিলো ৯৩ বিলিয়ন ডলার, সামান্য বৃদ্ধি করে ১শ’ বিলিয়ন ডলার হয়েছে।

বিশ্বব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, "আমরা বিশ্বাস করি পুন:সরবরাহের জন্য আইডিএ'র এই অর্থ ঐতিহাসিক সাফল্য, যা দাতা এবং ক্লায়েন্টদের কাছ থেকে আস্থা ও সমর্থন পাবে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ​​বাঙ্গ পৃথক এক বিবৃতিতে বলেছেন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) প্রধানত বিশ্বের ৭৮টি দরিদ্রতম দেশকে সহায়তার জন্য অনুদান প্রদান করে। এই অনুদান কাভিড-১৯ মহামারির অর্থনৈতিক প্রভাব থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন পর্যন্ত অন্তর্ভুক্ত।

বিবৃতিতে তিনি আরও বলেন, এই অর্থ দেশগুলোর স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এবং জলবায়ু স্থিতিস্থাপকতায় বিনিয়োগে সহায়তা করবে। পাশাপাশি অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করবে।

আইডিএ বিশ্বব্যাংকের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশ থেকে প্রচুর অর্থায়ন আসে ।

এ বছর মার্কিন যুক্তরাষ্ট্র আইডিএ নতুন তহবিলের জন্য ৪ বিলিয়ন ডলার ঘোষণা করেছে। নরওয়ে এবং স্পেনসহ অন্যান্য দেশগুলোও উল্লেখযোগ্যভাবে তাদের আর্থিক সহায়তা বাড়িয়েছে।

Related News