হামাস জিম্মিদের তালিকা প্রকাশ না করায় গাজায় যুদ্ধবিরতি বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়মিন নেতানিয়াহু।
রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুর অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় ৮টা ৩০মিনিটে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) যুদ্ধবিরতি শুরু না করার নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে, হামাস প্রযুক্তিগত কারণে জিম্মিদের তালিকা প্রকাশ করতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে।
উল্লেখ্য, রোববার (১৯ জানুয়ারি) থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল। তবে এই দীর্ঘ ১৫ মাস ধরে চলে আসা এই যুদ্ধ বন্ধ করার এই ধাপটি একটি অস্থায়ী যুদ্ধবিরতি। এই চুক্তি ভঙ্গ হলে ইসরায়েল আবারও যুদ্ধ শুরু করতে পারবে।