গাজায় যুদ্ধবিরতি শুরু, ইসরায়েলি ৩ জিম্মির তালিকা দিলো হামাস

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-19 15:51:48

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে মুক্তি দেয়া হবে এমন তিন জিম্মির তালিকা ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস।

রোববার (১৯ জানুয়ারি) ইসরায়েল গণমাধ্যমের বরাতে সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে মুক্তি দেয়া হবে এমন বন্দিদের নামের তালিকা ইসরায়েল পেয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে তিন নারী জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। তারা নিশ্চিত করেছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে এই তিন নারী সবার প্রথমে মুক্তি পাবেন। তারা হলেন রোমি গোনেন, এমিলি দামানি এবং দোরোন স্টেনব্রিচার।

মুক্তি পেতে যাওয়া তিন নারী জিম্মি

এর আগে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী যেকোনো মুহূর্তে জিম্মিদের তালিকা দেয়া হবে।

রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে বহুল প্রত্যাশিত গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, হামাস জিম্মিদের তালিকা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানায় ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, যতক্ষণ না হামাস যুদ্ধবিরতির শর্ত পূরণ করতে পারছে, ততক্ষণ গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে, পরিকল্পিত বন্দি বিনিময়ের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে জিম্মিদের তালিকা সরবরাহ করা উচিত। তবে হামাস বলেছে, কারিগরি কারণে তাদের তালকা সরবরাহে বিলম্ব হচ্ছে।

এদিকে যুদ্ধবিরতি আটকে যাওয়ার পর গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। হামলায় এখন পর্যন্ত ১০ জন নিহত ও কয়েক ডজন ফিলিস্তিনি আহত হওয়ার তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Related News