‘শারীরিক কসরত পড়ালেখার অংশ’

ইসলামি খবর, ইসলাম

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-14 20:33:51

জেনারেল ও ইসলামি শিক্ষার সমন্বিত প্রয়াস ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চড়ুইভাতি- ২০২৪।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ খেলার মাঠে এ চড়ুইভাতি অনুষ্ঠিত হয়।

চড়ুইভাতি উপলক্ষে আয়োজিত খেলাধুলার পুরস্কার বিতরণের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসউদুল কাদির বলেন, শারীরিক কসরতও পড়ালেখার অংশ। নিজে সুস্থ থাকবো, পরিবেশ ভালো রাখবো। সুস্থ জীবন আল্লাহতায়ালার বড় নেয়ামত। আমরা এ নেয়ামতের শোকরিয়া আদায় করবো- আলহামদুল্লিাহ।

শারীরিকভাবে সক্ষম শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্লাসে উপস্থিত থাকতে পারে জানিয়ে মাওলানা হাফেজ মাওলানা মাসউদুল কাদির বলেন, আমরা সময়মতো খাবো, সময়মতো ঘুম থেকে জেগে উঠবো, মা-বাবার কথা শুনবো। গুরুজনের কথা মানবো। তাহলে একজন উন্নত শিক্ষার্থী হিসেবে আমি অবশ্যই সময়কে ছাড়িয়ে যেতে পারবো- ইনশাআল্লাহ।

হাফেজ মাওলানা মাসউদুল কাদির পড়ালেখার প্রতি মনোযোগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, মাঠের আনন্দ যেন পড়ার স্বাদ আরও বাড়িয়ে দেয়। আমাদের মনোযোগ, অধ্যাবসায় ও সুস্থ সংস্কৃতিচর্চা মানবিকভাবে সবাইকে আরও উন্নত করবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইকরা শায়েস্তাগঞ্জের ভাইস প্রিন্সিপাল মাওলানা সাজিদুল ইসলাম, কোরআন উস্তাজ মাওলানা বদরুল আলম কাশেম, ইকরা হবিগঞ্জের সহকারী শিক্ষক হুমায়ুন আশরাফ, হুমায়ুন কবির, মাওলানা মানসুর হাল্লায ও হাফেজ সাদেকুল ইসলাম প্রমুখ।

Related News