এবার বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকদের ৩ প্যাকেজ ঘোষণা

হজ, ইসলাম

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-07 17:33:05

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকরা। হজযাত্রীদের জন্য খাওয়াসহ কোরবানি ব্যতীত ‘সাধারণ হজ প্যাকেজ-১’-এর মূল্য ৫ লাখ ১৮ হাজার টাকা। ‘সাধারণ হজ প্যাকেজ-২’-এর মূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা এবং ‘বিশেষ হজ প্যাকেজ’-এর মূল্য নির্ধারণ করা হয়েছে- ৬ লাখ ৭৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দের আহবায়ক মো. আখতারুজ্জামান এই প্যাকেজ ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, সরকার উড়োজাহাজ ভাড়া ও অন্যান্য খরচ কমালে ওই পরিমাণ টাকা এই প্যাকেজ মূল্য থেকে কমে যাবে।

তিনি বলেন, একজন ধর্মপ্রাণ মুসলমানের সারাজীবনের লালিত স্বপ্ন হলো- হজপালন। জীবনে একবারের জন্য হলেও আল্লাহর ঘরের মেহমান হয়ে পবিত্র কাবা জিয়ারত ও সোনার মদিনায় হাজিরা দিয়ে সালাম পেশ করা। একজন মুসলমানের শেষ চাওয়া এ মহান কাজটি সুন্দর ও সুচারুরূপে সম্পাদন করতে এজেন্সি মালিক ও সরকারের বিভিন্ন সংস্থা ও দপ্তরের আন্তরিক সহযোগিতা একান্ত জরুরি। ইতোমধ্যে সঙ্কটাপন্ন হজ ব্যবস্থাপনা থেকে পরিত্রাণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার অব্যাহত আন্তরিক প্রচেষ্টা এবং হাব রক্ষার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের সমোচিত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ১ লাখ ২৭ হাজার ধর্মপ্রাণ মুসলমানের ফরজ ইবাদত পবিত্র হজপালনের কোটা বিদ্যমান থাকা সত্ত্বেও বিগত কয়েক বছর ধরে নানা ধরনের অনিয়ম, নৈরাজ্যের মাধ্যমে উড়োজাহাজ ভাড়া ও হজ প্যাকেজ মূল্য অস্বাভাবিকহারে বাড়িয়ে করে পুরো হজ ব্যবস্থাপনাকে সঙ্কটাপন্ন করে তোলা হয়। যার ফলশ্রুতিতে ২০২৪ সালে প্রায় ৪৫ হাজার নিবন্ধিত হজযাত্রী হজপালন থেকে বঞ্চিত হয়। এমন দুরবস্থার উত্তরণ ঘটিয়ে ২০২৫ সালের হজ প্যাকেজ মূল্য সহনীয় পর্যায়ে নির্ধারণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টার আন্তরিক প্রচেষ্টায় উড়োজাহাজ ভাড়াসহ প্যাকেজ মূল্য কিছুটা কমেছে। তবে এখনও দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সাধ ও সাধ্যের মাঝে বিস্তর ফারাক রয়েছে। ফলে আমরা এ বছরও কোটা পূর্ণ হওয়া নিয়ে শঙ্কায় রয়েছি। আবেগ-অনুভূতি সম্বলিত ফরজ ইবাদত হজপালনকে সহজতর করার জন্য উড়োজাহাজ ভাড়া আরো কমিয়ে ও সোদি পার্টের মুয়াল্লিম ফি এবং ১৭.৫০% ভ্যাট/ট্যাক্স কমিয়ে সুলভ প্যাকেজের দাবি জানাচ্ছি।

এদিকে বুধবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘সাধারণ হজ এজেন্সির মালিকবৃন্দ’ সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করেন। খাবার খরচ যুক্ত করে ঘোষিত সাধারণ হজ প্যাকেজে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার টাকা এবং বিশেষ হজ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার টাকা।

এর আগে গত ৩০ অক্টোবর সচিবালয়ে সংবাদ সম্মেলনে করে ‘হজ প্যাকেজ-২০২৫’ ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এর মধ্যে সাধারণ হজ প্যাকেজ-১-এর জন্য খাবার ও কোরবানি ছাড়া খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, আর প্যাকেজ ২-এর জন্য খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ পালিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

Related News