আলজেরিয়া হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ দ্বিতীয়

কৃতিত্ব, ইসলাম

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-28 18:38:25

আলজেরিয়া হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ দ্বিতীয়

আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিনিধি কিশোর হাফেজ দ্বিতীয় স্থান অর্জন করেছেন। বিদেশের মাটিতে দেশে নাম উজ্জ্বলকারী ওই প্রতিযোগীর নাম হাফেজ তাওহীদুল ইসলাম। তিনি তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার ছাত্র।

রবিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১২টায় আলজেরিয়ার বেনি মেসাউসের ন্যাশনাল আর্মি ক্লাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় বিশ্বের ১২০ দেশের হাফেজে কোরআন অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন উত্তরার তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার ছাত্র হাফেজ তাওহীদুল ইসলাম। তিনি ইসলামিক ফাউন্ডেশনের বাছাই পরীক্ষায় শতাধিক হাফেজে কোরআনকে পেছনে ফেলে আলজেরিয়ায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।

হাফেজ তাওহীদুল ইসলামের এমন সাফল্যে কৃতজ্ঞতা জানিয়েছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। সেই সঙ্গে হাফেজ তাওহীদের বাবা-মা, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা এবং মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন তানযীমুল উম্মাহ পরিবার।

উল্লেখ্য, আলজেরিয়া প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবৌনের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঘানার প্রতিযোগী আব্দুল সামাদ আদম। আর তৃতীয় হয়েছেন লিবিয়ার মাহমুদ আবু ঘারারা।

আলজেরিয়া প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবৌনের পৃষ্ঠপোষকতায় বেনি মেসাউসের ন্যাশনাল আর্মি ক্লাবে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেশটির ধর্ম বিষয়ক ও অনুদান মন্ত্রী ইউসেফ বেলমেহদির সভাপতিত্ব করেন। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির ধর্ম বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ হাসানৌনি। এছাড়া সরকারি কর্মকর্তা, জাতীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আলজেরিয়ায় স্বীকৃত কূটনৈতিক কোরের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related News

right arrow