পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি নদভীকে

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-12 13:28:11

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে লোহাগাড়া ও সাতকানিয়া থানার পাঁচটি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম পুলিশের আবেদনের পর শুনানি শেষে এই আদেশ দেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, লোহাগাড়ার তিনটি ও সাতকানিয়ার দুইটি মামলায় নদভীকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

তিনি আরও জানান, শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নদভীকে ঢাকা থেকে চট্টগ্রামে আনা হয়। রোববার সকালে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

এর আগে, ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা থেকে নদভীকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে সরকার পতনের অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। ঢাকার লালবাগ থানায় ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়।

Related News