পরকীয়ার জেরে স্বামীকে খুন: স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-12 16:57:09

ঢাকার জেলার আশুলিয়া থানাধীন কাঠগড়ার সরকার বাড়িতে পরকীয়া প্রেমের জেরে ইলিম সরকার খুনের দায়ে স্ত্রী সুলতানা আক্তারকে যাবজ্জীবন এবং তার প্রেমিক রবিউল করিম পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

পিন্টুর বন্ধু সাইফুল ইসলাম ওরফে ইউসুফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।

রোববার (১২ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। রায় ঘোষণার সময় ইউসুফ আদালতে হাজির ছিলেন।

জানা যায়, ইলিম সরকারের স্ত্রী সুলতানা আক্তার পিন্টুর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ইলিম সরকার তা জেনে ফেললে স্ত্রী সুলতানা আক্তারের পরিকল্পনায় ২০২১ সালের ২৮ মার্চ রাতে আশুলিয়ার কাঠগড়ার সরকার বাড়িতে ইলিম সরকারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনায় ওই দিনই ভিকটিমের বাবা হাজী ফসল হক সরকার আশুলিয়া থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে পিবিআই ২০২২ সালের ২৯ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২৩ সালের ১৬ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৯ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

Related News