ঢাকা-১০ আসনের সাবেক এমপি মহিউদ্দিন কারাগারে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-12 19:28:40

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে রউফ নামে এক যুবক নিহতের মামলায় ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার সাব-ইন্সপেক্টর আল মাহমুদ শরীফ ৩ দিনের রিমান্ড শেষে মহিউদ্দিনকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেছিলেন।

৮ জানুয়ারি মহিউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরে গুলিতে রউফ নিহত হয়। এ ঘটনায় তার ভাই শাকিব হাসান গত ৮ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। শফিউল ইসলাম মহিউদ্দিন মামলার এজাহারনামীয় আসামি।

Related News