আমরা মেয়েরা কম-বেশি সকলেই প্রসাধনী ব্যবহার করি। ব্যবহারে তারতম্য থাকলেও প্রতিনিয়ত কিংবা মাঝে মধ্যে প্রসাধনী ব্যবহার করাই হয়। মেয়েদের সাজ-সজ্জার অন্যতম প্রধান উপাদান প্রসাধনী। এই প্রসাধনী ব্যবহারে আমরা ততটা সতর্ক থাকি না।
আমাদের মধ্যে অনেকেই সময় পেরিয়ে গেলেও প্রসাধনী ব্যবহার করে। ভুলবসত কিংবা না জানার কারণে প্রতিটি প্রসাধনী ব্যবহার করার যে নির্দিষ্ট সময়সীমা আছে তা অনেকেই জানেন না। নামী ব্র্যান্ডের প্রসাধনী অনেক চড়া দামে কিনে যতদিন না শেষ হয় তা ব্যবহারের জন্য রেখে দেন অন। অথবা দীর্ঘ সময় ধরে একটু একটু ব্যবহার করেন। কাজল অথবা যে ফাউন্ডেশনটি রোজ মুখে মাখছেন, সেটিরও ব্যবহারের নির্ধারিত সময় আছে। সময় পেরিয়ে গেলে তা আর ত্বকের জন্য স্বাস্থ্যকর থাকে না। বেশির ভাগ ক্ষেত্রেই ত্বকের নানা সমস্যার কারণই হল পুরনো প্রসাধনী বহু দিন ধরে ব্যবহার করার অভ্যাস। এসব অভ্যাসের ফলে অনেক সময় স্কিন ক্যান্সারের মতো বড় কোন রোগের সম্মুখীন হতে পারেন যে কেউ। এছাড়াও প্রসাধনী কেনার আগে, প্রসাধনীর মেয়াদ আছে কিনা তা ভোলো করে দেখে নিতে হবে।
কোন প্রসাধনী কত দিন ধরে ব্যবহার করা নিরাপদ জেনে নিন-
পাউডার ফাউন্ডেশন
অতি পিরিচিত একটি প্রসাধনী হচ্ছে পাউডার ফাউন্ডেশন। পাউডার ফাউন্ডেশনের প্যাক খোলার পর থেকে ১৮ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তার বেশি এক দিনও ব্যবহার নয়। এতে ত্বকের মারাত্বক ক্ষতি হতে পারে।
তরল ফাউন্ডেশন
দীর্ঘ সময় ধরে ব্যবহার করার অভ্যাস আছে অনেকেরই। কেউ কেউ শিশির নীচে ফাউন্ডেশন শুকিয়ে গেলেও তা বাহির করে মুখে মাখেন। তরল ফাউন্ডেশন এক বছরের বেশি ব্যবহার করা ঠিক নয়।
মাসকারা
একটি মাসকারা যদি বছরখানেক ধরে ব্যবহার করেন, এমন হলে চোখে নানা সমস্যার দেখা দিতে পারে । এতে করে চোখে চুলকানি, এলার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। মাসকারা খুব বেশি হলে তিন মাস ব্যবহার করলেই ভাল। তার বেশি নয়। নয়তো চোখে দীর্ঘস্থায়ী কোন সমস্যার সৃষ্টি হতে পারে।
লিপস্টিক
মুখমণ্ডলের সব অংশই সেন্সেটিভ, তার মধ্যে ঠোঁট অন্যতম। ঠোঁটে ম্যাট হোক বা জেল, ৬ মাসের বেশি একটি লিপস্টিক ব্যবহার করা ঠিক নয়। মেয়াদহীন অতিরিক্ত সময় ব্যবহারের ফলে ঠোঁটে চুলকানি, ঠোঁট ফুলে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
আইলাইনার
একটি আইলাইনার কিনে বহু দিন ধরে তা ব্যবহার করেন অনেকে। কিন্তু ত্বক চিকিৎসকেরা বলেন, একটি আইলাইনার তিন মাসের বেশি ব্যবহার করা ঠিক নয়।