কক্সবাজার-মহেশখালী নৌপথে মহেশখালীগামী একটি গামবোট দুর্ঘটনায় বোট থেকে পড়ে দু’যাত্রী নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় বাঁকখালীর মোহনায় এই দুর্ঘটনা ঘটে। এতে দু'জন নিখোঁজ হয়। যার মধ্যে একজন হোয়ানক মুহুরাকাটা এলাকার মনির, অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনা ঘটার একঘণ্টা পার হয়ে গেলেও ঘাট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন বোটে থাকা অপর যাত্রীরা।
এই বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমার মুঠোফোনে বলেন, আমাদের কাছে একজন নিখোঁজের খবর রয়েছে। তাদের উদ্ধারে তিনটি স্পিডবোট গেছে।
মহেশখালীর বাসিন্দা রুহুল আমিন বলেন, এই নৌরুটে ২ জন নিখোঁজ থাকার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এই রুটে সব অনিয়মই নিয়ম। কেউ লাইফজ্যাকেট পড়ে না। একারণেই নিখোঁজের মতো ঘটনা ঘটছে।