গোমতীর পানি কমলেও প্লাবিত হচ্ছে নতুন এলাকা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা  | 2024-08-27 12:39:50

ভারতীয় পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হওয়া বুড়িচং উপজেলার বন্যার পানি কমলেও পাশের উপজেলা ব্রাহ্মণপাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এ নিয়ে কুমিল্লার ১৪ টি উপজেলাতে লেগেছে বন্যার ছোবল।

জেলার লাকসাম ও মনোহরগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

পর্যাপ্ত পরিমাণ ত্রাণের অভাবে মনোহরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের বানভাসী মানুষের মাঝে হাহাকার সৃষ্টি হয়েছে। ক্রমাগত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে দুই উপজেলার ৪ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ইতিমধ্যে ১৮৮টি আশ্রয় কেন্দ্রে প্রায় ২৯ হাজার লোক আশ্রয় নিয়েছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড জানায়, গোমতী নদীর পানি বিপৎসীমার ৪২ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নদীর প্রবাহ।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় বন্যাকবলিত প্রায় ১০ লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রগুলোতে রয়েছে ৬৭ হাজার মানুষ।

এদিকে বন্যাকবলিত কুমিল্লার প্রত্যন্ত গ্রামগুলোতে সাহায্য যাচ্ছে কম। সড়কের আশ-পাশের এলাকার মানুষ পর্যাপ্ত সাহায্য পেলেও নতুন করে প্লাবিত গ্রামগুলো সে তুলনায় সাহায্য পাচ্ছে না।

বন্যাকবলিত গ্রামগুলোর অসহায় মানুষদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। তাদের সহযোগিতার হাত বাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

Related News