নেত্রকোনায় বন্যার পানি কমতেই ভেসে উঠছে ক্ষত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা | 2024-10-12 13:07:16

নেত্রকোনার চারটি উপজেলায় বন্যার পানি কমতেই ভেসে উঠছে ক্ষতচিহ্ন। গেল সাতদিনে পানি কমলেও এখনও জেলার কলমাকান্দা সদরসহ বেশ কিছু এলাকার নিচু বাড়িঘরের আশপাশ পানিতে তলিয়ে রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, কৃষিজমি তলিয়েছে প্রায় ২৫ হাজার হেক্টর। এতে প্রায় ৩১৩ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলায় মাছের ঘের ও পুকুর ডুবেছে ১৪৮০টি। মৎস্য বিভাগের তথ্যমতে ৭২৩ দশমিক ৪৩ মেট্রিক টন মাছের পোনা ভেসে যাওয়ায় ক্ষতির পরিমাণ হবে ৮ কোটি ২৪ লাখ টাকার বেশি। তবে এই ক্ষতি আরও বেশি বলে দাবি মৎস্য চাষিদের।

এখনো প্রায় ৩৫০ কিলোমিটার কাঁচা সড়ক ও এক হাজার ৬৩৮ কিলোমিটার পাকা সড়কপথ স্বাভাবিক হয়নি। সরকারি হিসেব অনুযায়ী ৪৮ হাজার মানুষ পানিবন্দী হলেও এর সংখ্যা অনেক বেশি বলে দাবি আক্রান্ত এলাকার মানুষদের।

Related News