ডেঙ্গু মোকাবিলায় সরকারকে বড় উদ্যোগ নিতে হবে: রিজভী

, জাতীয়

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম , ঢাকা | 2024-10-14 12:37:29

ডেঙ্গু মোকাবিলায় সরকারকে বড় উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রহুল কবীর রিজভী। 

সোমবার (১৪ অক্টোবর) দুপুর রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে বিএনপির চিকিৎসকরা যেমন ছাত্র আন্দোলনে আহতের পাশে দাঁড়িয়েছে তেমনি আজকে ডেঙ্গু আক্রান্ত নগরবাসীদের পক্ষে দাঁড়িয়েছে। এই জন্য সরকারকে বড় উদ্যোগ নিতে হবে। আমরা তো বেসরকারিভাবে কাজ করতে পারি।

রিজভী বলেন, আমরা ইতিমধ্যে ডেঙ্গু মোকাবিলার কাজ শুরু করেছি। আমাদের চিকিৎসকরাও কাজ শুরু করেছে। বিশেষ করে ঢাকার দুই সিটির জনতার মেয়র ইশরাক হোসাইন ও তাবিথ আওয়াল ডেঙ্গু সচেতনতায় কাজ করছে। ডেঙ্গু রোগীদের জন্য নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের জন্য ব্লাড সংগ্রহের কাজ শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসাইন বলেন, ডেঙ্গু সচেতনতায় দুই সপ্তাহ ধরে আমরা নগরবাসীকে সচেতনতা করার জন্য কাজ বিভিন্ন লিফটলেট বিতরণ করে যাচ্ছি। সেইসাথে এডিস লার্ভা ধ্বংস করার জন্যও কার্যক্রম হাতে নিয়েছি।

Related News