টোল প্রত্যাহারের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক বন্ধের ঘোষণা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সুনামগঞ্জ | 2024-10-14 15:04:22

সিলেটের লামাকাজী এম এ খান সেতুতে পুনরায় টোল আদায় প্রত্যাহার না করলে ২০ অক্টোবর থেকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সব ধরণের পরিবহন মালিক ও শ্রমিকরা।

সোমবার বেলা সাড়ে ১২ টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে মানববন্ধনে এই ঘোষণা দেন বক্তারা।

বক্তারা বলেন, সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে লামাকাজী এম এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায়ের পর ছাত্র-জনতার দাবীর মুখে ৫ আগস্টের পরে টোল আদায় বন্ধ হয়।

এরপর অসৎ উদ্দেশ্যে সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ফের এই টোলের ইজারা আহ্বান করেছেন এবং টোল আদায় শুরু করছেন বলেও জানান তারা। এই ইজারা বন্ধ না হলে ২০ অক্টোবরের পর থেকে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখার হুশিয়ারি দিয়েছেন মানবন্ধনের অংশ নেওয়া মালিক-শ্রমিকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাসের মহাসচিব জুয়েল আহমেদ, ট্রাক শ্রমিক ইউনিয়ন সাধারণ সভাপতি আব্দুস সামাদ, সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি সুহেল মিয়া সহ পরিবহনের ৬টি সংগঠনের নেতাকর্মীরা।

Related News