বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৫ দশমিক ৩৯ শতাংশ

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-10-15 12:52:23

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ২৮২ জন। তার মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২৬৯ জন। সে হিসেবে বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৫ দশমিক ৩৯ শতাংশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়। রাজধানীর বকশি বাজারে ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ ফল জানান।

তিনি জানান, এবার বিদেশ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ২৮২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৬৯ জন। অনুত্তীর্ণ ১৩ জন পরীক্ষার্থী। বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৫ দশমিক ৩৯ শতাংশ।

তিনি আরও জানান, বিদেশ কেন্দ্রে আটটি প্রতিষ্ঠান বা কেন্দ্রের মধ্যে শতভাগ উত্তীর্ণ তিনটি।

এবারের এইচএসসি পরীক্ষায় সারাদেশে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। গত ৩০ জুন থেকে শুরু হয়ে সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়লে পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়।

পরে বাকি পরীক্ষাগুলো নেয়ার সিদ্ধান্ত হলে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তা বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। পরে বিষয় ম্যাপিংয়ের ভিত্তিতে ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।

Related News