সিলেটে র‌্যাবের জালে আটক কাউন্সিলর-চেয়ারম্যান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2024-10-15 18:12:58

সিলেটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর পৃথক অভিযানে সাবেক এক কাউন্সিলর ও এক চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছেন।

মঙ্গলবার (১৫অক্টোবর) দুপুরে সিলেট নগরীর মিরাবাজার ও বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো.তৌফিক বক্স লিপন(৫০) ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা ও চারখাই ইউনিয়ন পরিষদ চেয়াম্যোন হোসেন মুরাদ চৌধুরী।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো.মশিহুর রহমান সোহেল।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত লিপন দক্ষিণ সুরমা থানার নাশকতা মালার এফআইআরভুক্ত আসামি। আর হোসেন মুরাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় হত্যা ও নাশকতা মামলা রয়েছে। গত ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি সহিংসতা সৃষ্টি করেছেন। গ্রেফতারকৃত দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও এই মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Related News