দুই কোটি টাকার মোবাইল রেখে পালাল চোরাকারবারিরা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2024-10-18 13:34:24

কুমিল্লায় ভারতীয় সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে আসা ২ কোটি টাকার মোবাইল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ধারণা করা হচ্ছে, ভারত থেকে অবৈধভাবে আসা এসব মোবাইল বিজিবির ভয়েই ফেলে পালিয়েছে চোরাকারবারিরা। তবে কারা, কেন মোবাইল ফেলে গেছে তা জানা যায়নি। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেলার বুড়িচং উপজেলার খঞ্জনি মাঠ এলাকা থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন ৬০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি জানান, ভোরে বিজিবি কুমিল্লার বুড়িচং উপজেলার খঞ্জনি মাঠে অভিযান চালায়। এসময় অবৈধ মোবাইল ফোন ভর্তি কার্টুন জব্দ করে বিজিবি। ধারণা করা হচ্ছে, চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে আনার পর বিজিবি আসার খবরে সেগুলো রেখেই পালিয়ে যায়। এসময় বিজিবি ঘটনাস্থল থেকে ৫৭০ পিস ভারতীয় বিভিন্ন উন্নতমানের ব্র্যান্ড ও মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে। মোবাইল ফোনের আনুমানিক মূল্য দুই কোটি ষোল লাখ আটাশ হাজার টাকা।

Related News