ডেঙ্গুর নতুন বিপজ্জনক ধরন কসমোপলিটন

, জাতীয়

স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা | 2024-10-20 10:17:07

চট্টগ্রামে কসমোপলিটন নামে ডেঙ্গুর নতুন একটি ধরন শনাক্ত করা হয়েছে। প্রায় ২০০ রোগীর ওপর পরিচালিত এক গবেষণায় এই ধরন পাওয়া গেছে।

গবেষকদের মতে, এটি আগে ভারত ও মিয়ানমারে শনাক্ত হয়েছে। পর্যটক ও রোহিঙ্গাদের মাধ্যমে বাংলাদেশে এই নতুন ধরনটির অনুপ্রবেশ ঘটেছে।

তারা আরও জানিয়েছেন, কসমোপলিটন ধরনে কোনো রোগী ডেঙ্গু আক্রান্ত হলে তার জরুরী ভিত্তিতে আইসিইউ প্রয়োজন হয়। এছাড়া ডেঙ্গুর এই ধরনে মৃত্যুর হারও বেশি।

চট্টগ্রাম অঞ্চলকে হটস্পট দাবি করে ডেঙ্গু একটি মহামারি রূপ ধারণ করবে বলেও জানিয়েছেন গবেষকরা।

উল্লেখ্য, এসপেরিয়া হেলথ রিসার্চ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত এই গবেষণাটি পরিচালনা করেছে আইসিডিডিআরবি, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ।

Related News