কিশোরগঞ্জে জলমহাল রক্ষার দাবিতে মানববন্ধন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, কিশোরগঞ্জ | 2024-10-22 15:20:08

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সরকারি জলমহাল রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি এলাকায় জলমহালের সামনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনের পূর্বে ভূমিদস্যু হটাও নাজিরদিঘী বাঁচাও এই স্লোগানে মিছিল করেন এলাকাবাসী।

মানববন্ধনে এলাকাবাসী জানায়, বৃটিশ আমল থেকে প্রকৃতিকভাবে পাওয়া উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি জলমহাল। ১৯৭৮ সালে সরকারি বন্দোবস্তায় ২৪ একর ৮৪ শতাংশ জায়গার জলমহাল লিজ নিয়ে মাছ চাষসহ হাসঁ, মুরগি ও গরু পালনের মাধ্যমে বিভিন্নভাবে জিবিকা নির্বাহ শুরু করে স্থানীয়রা। শুরুতে এখানে বসতি কম থাকলেও বর্তমানে এই জলমহালের পাশে ২ হাজার মানুষের বসতি রয়েছে। সবাই কোনো না কোনো ভাবে জিবিকা নির্বাহে এই জলমহালের সাথে জড়িত রয়েছে। এই জলমহালে পানি দিয়ে হাওরের ২শত একর জমি চাষবাদ করে থাকে এখানকার কৃষকরা।

এসময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, বাজিতপুর থানার নোয়াপাড়া গ্রামের দিলালপুর ইউনিয়নের বেলায়েত হোসেনের ছেলে মোশারফ জাল দলিল তৈরি করে নাজিরদীঘি এলাকার মানুষদের হয়রানি করছেন। দলিল জাল করে জলমহাল আত্মসাতের চেষ্টার প্রতিবাদে মোশারফ হোসেনের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মোশাররফের বিচারের দাবি করেন তারা।

Related News