নিষেধাজ্ঞা অমান্য করে দশমিনায় ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2024-10-22 18:05:44

পটুয়াখালীর দশমিনায় তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় চার জেলেকে আটক করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাদের আটক করেন। অভিযানের সময় ৩৫ হাজার মিটার জালসহ ইলিশ মাছ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের মোঃ জাবের (১৯), মোঃ মাহবুব (৩৬), মোঃ সোহাগ (২৬) এবং বাউফল উপজেলার শৌলা এলাকার বাসিন্দা মোঃ জলিল (৫৫)।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং ৩৫ হাজার মিটার জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, এ পর্যন্ত ২৬ জন জেলেকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আজকের অভিযানে চারজনকে আটক করে লক্ষাধিক মিটার জাল জব্দ করা হয়েছে।

Related News