রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2024-11-01 08:42:44

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের একটি বাসায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মো. তারেক শেখ (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে।

শুক্রবার (১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব। তিনি জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত তারেক শেখ রাজবাড়ী শহরের উত্তর ভাবানীপুর গ্রামের মো. খোকন শেখের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা শহরের সজ্জনকান্দার রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের রুবিয়া ভবনের চতুর্থ তলা বিশিষ্ট একটি বাড়ির ছাদের চিলেকোঠায় ভাড়াকৃত বাসায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী তারেক শেখকে একটি লোহার তৈরি বাট ছাড়া লম্বা ৬.৭৫ ইঞ্চি রিভলবার ও ২রাউন্ড রিভলবারের গুলিসহ গ্রেফতার করে।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব বলেন, যৌথ বাহিনীর অভিযানে তারেক শেখের রুমের বিছানার নিচ থেকে অস্ত্র ও গুলি পাওয়া যায়। এ বিষয়ে রাজবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

Related News