নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে বাজারে মনিটরিং টিম

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-01 11:12:27

নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযানে নেমেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে গঠিত বাজার মনিটরিং কমিটি।

শুক্রবার (০১নভেম্বর) সকাল ১০টার পর মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং কমিটি ৭ থেকে ৮ সদস্য এই অভযান পরিচালনা শুরু করেন।

এ সময় বাজার করতে আসা সাধারণ মানুষকে পলিথিন ব্যবহার না করে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানানো হয়। একই সঙ্গে দোকানিদের পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধে নির্দেশনা দেয়া হয় এবং পরবর্তী অভিযানে পলিথিনের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Related News