নির্বাচন আমাদের জন্য কোনো কিছুর সমাধান নয়: ফরহাদ মজহার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-01 14:20:07

রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, নির্বাচন আমাদের জন্য মোটেও কোনো কিছুর সমাধান নয়। বিএনপিকে বলবো নির্বাচন আমরা অবশ্যই চাই কিন্তু নির্বাচনের আগে একটা নতুন খসড়া তৈরি করতে হবে, সেই খসড়ার আলাপ আলোচনা করার জন্য গণপরিষদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড পিস স্টাডিজের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, আমরা আশা করবো বিএনপি অনেক দায়িত্বশীলভাবে কথা বলবেন। বাংলাদেশে বর্তমানে আমরা যে দুর্বল মুহূর্তে পড়ে গেছি, এই সময় বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল ; তাদের কাছে অনেক বেশি দায়িত্ব আমরা আশা করি। বিএনপি কেন চুপ্পুকে রাখতে চায় আমি কোনো যুক্তি খুঁজে পাই না। এটার কোনো সাংবিধানিক যুক্তি এবং রাজনৈতিক যুক্তি নেই।

তিনি বলেন, সেনা প্রধানের সাপোর্টের কারণে এই সরকার এখনো টিকে আছে। সেনাপ্রধান যদি এই সরকারকে সমর্থন না করেন তাহলে সরকার মুহূর্তের ভিতরেই পড়ে যাবে। তার শুভবুদ্ধির ওপর ভিত্তি করে এটা দাঁড়িয়ে আছে। আমরা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার চাই না। আমাদের সৈনিকরাও চায় না। সৈনিকরা গুলি করতে অস্বীকার করেছিল বলে এই গণঅভ্যুত্থান সফল হয়েছে।

Related News